ধানখেতে বজ্রপাতে ৯ জনের মৃত্যু
স্বদেশ জার্নাল → প্রকাশ : 9 Sep 2022, 4:25:02 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে নয়জন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন পাঁচজন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শ্রমিকেরা হলেন উপজেলার শিপপুর গ্রামের শমসের আলী (৬৫), আফছার আলী (৬০), শাহীন মিয়া (৪৫), শিবপুর গ্রামের মোবাক্ষুর আলী (৫০), মোন্নাফ মিয়া (১৮), মাটিকোড়া গ্রামের শাহ আলম (৪০), আব্দুল কুদ্দুস (৬০), রত্না খাতুন (১৩) ও আউলিয়া (৭)। আহত পাঁচজনকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাঁদের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামে ধানখেতে কাজ করছিলেন কৃষি শ্রমিকেরা। হঠাৎ বৃষ্টি শুরু হয়। তাঁরা পাশের সেচযন্ত্রের ঘরে গিয়ে ওঠেন। এ সময় বজ্রপাতে এক নারীসহ আটজনের মৃত্যু হয়। পরে আরও একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর পাঁচজন। খবর পেয়ে উল্লাপাড়ার ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
share:
