বাংলার জ্যোতি
স্বদেশ জার্নাল → প্রকাশ : 12 Jul 2022, 7:16:28 PM

অধ্যাপক পরিমল কান্তি পাল।
প্রেমসুধা বিকশিত মহা বিদ্রোহী চেতনা,
কাজী নজরুল ইসলাম মুক্তির প্রেরণা।
সাম্যের কবি চিরসবুজ তারুণ্যের জ্যোতি,
ঐতিহ্যের স্মারক সাহিত্যকর্ম বিভূতি।
স্মৃতিতে এগারো জ্যৈষ্ঠ তেরশ ছয় বঙ্গাব্দ,
শুভ জন্মদিনে প্রকৃতির অপরূপ ছন্দ।
ফকির আহমেদ-জাহেদা খাতুন সন্তান,
ধন্য চুরুলিয়া আসানসোল বর্ধমান।
বাল্যে পিতৃহারা দুখু মিয়ার প্রাণে অস্বস্তি,
দারিদ্র্য কশাঘাতে লেখাপড়া বাধা-বিপত্তি।
মক্তবে-লেটোর দলে-স্কুলে অনন্য প্রতিভা,
স্বদেশী-খেয়াল-গজলাদি সুরালোক প্রভা।
প্রথম বিশ্বযুদ্ধে নির্ভীক তরুণের প্রাণ,
অকাতরে বেঙ্গল রেজিমেন্টে যোগদান।
অচিরেই হাবিলদার পদে পদোন্নতি,
অবসরে সাহিত্যচর্চায় অনুপম স্মৃতি।
ভরা যৌবনে প্রেম অনুরাগ হৃদিকন্দরে,
'আজো মধুর বাঁশরি বাজে' গোমতীর তীরে।
নজরুল-প্রমীলা প্রণয়-শিখা 'বিজয়িনী',
নার্গিস-বিচ্ছেদ ফুলের আঘাত সঞ্চারিণী।
চিদাকাশে প্রকৃতির শোভা দিব্য পরিপাটি,
'সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি'।
দেশপ্রেমে জাতীয় ঐক্যে চির উদার প্রাণ,
'একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান'।
স্বাধিকার চেতনায় 'ধুমকেতু' প্রকাশনা,
কারাবাসে স্বেচ্ছা অনশন হোমাগ্নি রচনা।
দুর্দিনে দুর্বিপাকে কবিগুরুর প্রবচন,
'দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয়কেতন'।
স্বদেশী আন্দোলনে কবির সচেতন মন,
'কাণ্ডারী আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ'।
'বিদ্রোহী' চেতনায় বাংলার মুক্তিশিবির,
'বল বীর বল চির উন্নত মম শির'।
সঙ্গীত সুষমায় মুক্ত প্রাণের অনুভূতি,
শোভাকর প্রকৃতির বুকে অপূর্ব জ্যোতি।
প্রেম-দ্রোহ-ঋতু-শাক্ত রাগপ্রধান গীত,
লোকগীতি-হামদ্-নাত-ইসলামী সঙ্গীত।
বাংলার রণসঙ্গীত জাগে বীর সেনাদল,
'চল্ চল্ চল্ ঊর্ধ্ব গগনে বাজে মাদল'।
অগ্নিবীণা-দোলনচাঁপা-সন্ধ্যা-বিষের বাঁশি,
কাব্যশোভা 'সঞ্চিতা' যেন পূর্ণিমার হাসি।
উপন্যাস বাঁধনহারা-কুহেলিকা-মৃত্যুক্ষুধা,
প্রবন্ধ দুর্দিনের যাত্রী- যুগবাণী সুধা।
ঋদ্ধ ছোটগল্প ব্যথার দান-শিউলিমালা,
নাট্যকলা ঝিলিমিলি-আলেয়া-মধুমালা।
বিকশিত অন্তরে মানবতার জয়গান,
ভারতবর্ষে গুণীর 'পদ্মভূষণ' সম্মান।
ডি.লিট দিয়ে ধন্য ঢাকা বিশ্ববিদ্যালয়,
দীর্ঘকাল নির্বাক নিষ্প্রভ হৃদি-কিশলয়।
'জাতীয় কবি' মর্যাদা দানে জতির জনক,
বাংলায় বিদ্রোহী কবির ' একুশে পদক '।
বার ভাদ্র তের শ তিরাশি চির অন্তর্ধান,
সাধনার অগ্নিশিখা রবে চির দীপ্তিমান।
share:
