নারী নেত্রী নাছরিন আক্তার মুন্নি
স্বদেশ জার্নাল → প্রকাশ : 3 Jan 2024, 4:24:31 PM
নাছরিন আক্তার মুন্নী নারী নেত্রী। কুমিল্লা জেলা পরিষদ সদস্য। বিশিষ্ট শিক্ষানুরাগী। সমাজসেবিকা।
জীবন যুদ্ধে হার না মানা এক নারী।বীরমুক্তিযোদ্ধা পিতার অতি আদরের সন্তান।ভাইবোনদের ও প্রিয় বোন।
শিক্ষাজীবন চলা অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন।স্বামীর উৎসাহে উচ্চ শিক্ষার সিড়ি গুলো পার হয়েছেন একে একে।নাংগলকোটের একটি বেসরকারী কলেজে অধ্যাপনার সাথে যুক্ত আছেন।দুটি কন্যাসন্তানের জননী।
২০০৯ সালে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেন,বিপুল ভোটে মহিলা ভাইসচেয়ারম্যান হিসেবে নাংগলকোট উপজেলা পরিষদের প্রথম নারী ভাইসচেয়ারম্যান নির্বাচিত হন।
শৈশব,কৈশোরের সহজাত প্রবৃত্তি সাধারন দরিদ্র, অসহায় নারী পুরুষের পাশে সহমর্মিতা নিয়ে দাড়ানোর ইচ্ছাগুলো বাস্তবায়ন করার একটি কাজের পরিধি পেলেন।
সমাজের বন্চিত নারী,পিছিয়ে পড়া অসহায় মানুষদের সেবা করার জন্য বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রান্তিকে কাজ করেছেন। রাজনৈতিক ভাবে কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি নাংগলকোট উপজেলার সাবেক যুবলীগের সভাপতি ও নাংগলকোট উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন, সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত থেকে নারীদের জীবন মান উন্নয়নে নিরলস কাজ করা নাছরিন আক্তার মুন্নীকে মাননীয় অর্থমন্ত্রী স্থানীয় এমপি লোটাস-কামাল মহোদয় জেলা পরিষদ নির্বাচনে চৌদ্দগ্রাম, নাংগলকোট,সদর দক্ষিন উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন দেন।নাছরিন আক্তার মুন্নী নির্বাচিত হয়ে আস্থার পরিধিকে আরো বড় করে তোলেন।
সামাজিক কর্মকান্ডে যুক্ত থেকে তিনি কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল এর সভাপতি নির্বাচিত হন।কাজের প্রতি একনিষ্ঠতা ও দায়িত্ব সচেতন একজন সামাজিক নেতা হিসেবে রাজনীতিতেও বিশেষ অবদান রেখে চলেছেন।
নাছরিন আক্তার মুন্নী নাংগলকোট ডায়বেটিক সমিতিও হাসপাতাল পরিচালনা কমিটির সহ সভাপতি মনোনীত হওয়া নারীদের জন্য একটি মাইলফলক।
সার্বিক বিবেচনায় নাংগলকোট মহিলা বিষয়ক অধিদপ্তর এর ২০২২-২৩ বছরের জয়িতা পদক এর সমাজ কর্মে বিশেষ অবদান রাখার ক্যাটাগরিতে নাছরিন আক্তার মুন্নীকে মনোনয়ন প্রদান করে।
লেখক: আজিম উল্যাহ হানিফ, কবি ও কলামিস্ট।
share: