বরুড়া উপজেলা নির্বাচনে হামিদ কামাল চেয়ারম্যান-ফরহাদ ও মিনুয়ারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত
স্বদেশ জার্নাল → প্রকাশ : 22 May 2024, 6:28:15 PM
বরুড়া উপজেলা নির্বাচনে হামিদ কামাল চেয়ারম্যান-ফরহাদ ও মিনুয়ারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত
মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ হামিদ লতিফ ভূইয়া (কামাল) চেয়ারম্যান- মোঃ ফরহাদ হোসেন ভাইস চেয়ারম্যান ও মিনুয়ারা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
২১ মে মঙ্গলবার ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিক নিয়ে ৯০ হাজার ৯ শত ২৭ ভোট পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ হামিদ লতিফ ভূঁইয়া (কামাল) বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান উপজেলা চেয়ারম্যান এ এম এন মইনুল ইসলাম ৪১ হাজার ৬ শো ২৩ ভোট পেয়েছেন। ১৩৬ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লক্ষ ৫৪ হাজার ৩১ ভোট। মোট প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৫৯, বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ৭শত ৭৯, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৮শত ৩৮, প্রদত্ত ভোটের শতকরা হার ৩৯.২২%। শান্তিপূর্ণ ভাবে প্রশাসন এ ভোটের আয়োজন করেন। এ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টিয়া প্রতিক নিয়ে ৬০ হাজার ১১ ভোট পেয়ে মোঃ ফরহাদ হোসেন বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী শাহ মোঃ কামাল হোসেন চশমা প্রতীকে ভোট পেয়েছেন ৪৮ হাজার ৮ শত ৭০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতিক নিয়ে মিনুয়ারা বেগম ৬৬ হাজার ৫ শত ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতিক নিয়ে জান্নাতুল ফেরদৌস মর্জিনা ৩৩ হাজার ১ শত ৪২ ভোট পেয়েছেন। এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নু-এমং মারমা মং বলেন বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন সফল করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান। বিজয়ী প্রার্থী এবং যারা বিজয়ী হতে পারেন নি সকলে মিলে বরুড়া উপজেলাকে উন্নত ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে সহযোগিতা কামনা করেন।
share: