একজনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
স্বদেশ জার্নাল → প্রকাশ : 2 Aug 2022, 10:28:10 AM

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১ জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন ৩৪৯ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৩৬৫ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ২৯২ জন, শনাক্ত ২০ লাখ ৫ হাজার ৬০৫ জন। সোমবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ১১ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৪৩ হাজার ৪২১ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৯৬৭টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৯৫৩টি। এখন পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ১৪ হাজার ৫৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ৯০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।
share:
